শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

মোটরসাইকেল সহ চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৪৪ বার পঠিত
মোটরসাইকেল সহ চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব
মোঃ মামুন হাচান বিশেষ প্রতিনিধি
র‌্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, চোরচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৪ জানুয়ারি ২০২২ তারিখ ১৯.২৫ ঘটিকার সময় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ১নং ওয়ার্ডের সিটি কলেজ পাড়াস্থ যশোর মনিহার সিনেমা হলের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করছে। আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী সুমন হোসেন (২৩), পিতাঃ কচিন খা সাগর, মাতাঃ সুইটি বেগম, সাং-শেখহাটি তরফ নওয়াপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলাঃ যশোর’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজতে থাকা ১টি চোরাই মোটরসাইকেল, ০১টি মোবাইলফোন ও  ১টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ  আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..