মোংলায় দশ দিনের ব্যবধানে আরেক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
মোংলায় তন্বী আক্তার (১৯) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (১০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১:৪৫ মিঃ দিকে হাজ্বী বাহার উদ্দিন সড়ক এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।
মোসা: তন্বী আক্তার বঙ্গবন্ধু মহিলা কলেজের এইচ,এস,সি পরীক্ষার্থী ও মোড়েলগঞ্জের জিউধরা ইউনিয়নের মোঃ নুরুল হকের ছোট মেয়ে। মোংলা উপজেলার হাজ্বী বাহার উদ্দিন সড়ক এলাকার আক্তার সরদার এর ভাড়া বাসায় থাকতো তন্বী। তন্বীর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বাবা বাসায় গিয়ে ডাকাডাকি করলে ডাকে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে (চৌকাট) ঝুলন্ত মরদেহ দেখতে পায় বাবা-মা।
এর আগেও মোংলায় ৩জন গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে, তারা হলো, চিলা ইউনিয়নের গৃহবধূ মুক্তা বেগম (১৮), মোংলার সালামলেনের কলেজ পড়ুয়া ছাত্রী ফেরদৌস আক্তার (১৭) এবং বঙ্গবন্ধু পাড়ার রাতুল বালা (১৮)।এ নিয়ে মোংলায় ১০ দিনের ব্যবধানে ৩জন নারী ও ১জন পুরুষসহ মোট ৪ জন গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
মোংলা থানা পুলিশের এস আই মোঃ হাদি জানান,ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯ থেকে দুপুর ২ টার কোনো এক সময় নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তন্বী।
মোংলা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তন্বী এমন ঘটনা ঘটালো সে বিষয়ে ময়না তদন্তের পরে জানা যাবে।