মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ-০২ রা মে ২০২৫ তারিখ রোজ শুক্রবার বিকাল ০৪টায় মোঃ মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক সহসভাপতি সৈয়দ আবিদুর রহমান এর সঞ্চালনায় ঢাকা মিরপুরে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মে দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব ডক্টর মোঃ শরীফুল ইসলাম দুলু চেয়ারম্যান, বাংলাদেশ হারম রিডাকশন ফাউন্ডেশন ও জেনারেল সেক্রেটারি, মার্কেটারস ইনস্টিটিউট, বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম মনিরুজ্জামান চেয়ারম্যান আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন।
প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন জনাব শামসুল আলম চেয়ারম্যান, এডুকেশন রিসার্চ ফাউন্ডেশন (ই. আর. এফ); পরিচালক, লহরি একাডেমি।
বক্তব্য রাখেন এডভোকেট নজরুল ইসলাম, মোঃ মাইনুল কবির (মূঈন), ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, মোতালেব হোসেন মধু, মাইনুল ইসলাম প্রমানিক, ইমাম হোসেন, মোঃ শরিফুল শেখ প্রমুখ।
বক্তারা আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির এহেন পদক্ষেপ কে সাদুবাদ জানান। ভবিষ্যতে লক্ষ উদ্দেশ্য বাস্তবায়নে পরিকল্পনা নিয়ে কাজ করতে আহবান করেন।
প্রধান অতিথি ডক্টর মোঃ শরিফুল ইসলাম দুলু পাটনারসীপ বা অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সমাজের শিক্ষিত,সুবিধা বঞ্চিত হত দরিদ্র মানুষের কর্ম সংস্হান তৈরিতে পদক্ষেপ নিতে আহবান করেন। তিনি আরো বলেন সংগঠনের যে কোন কর্মকান্ডে তার সহযোগীতা সব সময় থাকবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথিঃ- আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, অবশ্যই মানবাধিকার প্রবাসীদের অধিকার বাস্তবায়নে সরকারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সহ সংসদে প্রবাসীদের সর্বনিম্ন পাঁচটি সংসদীয় আসনের দাবি করেন তারা প্রবাসীদের সমস্যাগুলি তাৎক্ষণিক সংসদে আলোচনা করে সমাধান করবে।
তাছাড়া সৌদিতে গন-গ্রেপ্তার বন্ধ সহ প্রবাসী বাঙালি অপহরণ এর তীব্র নিন্দা এবং অপহরণকারীকে দ্রুত গ্রেফতারের দাবি এবং প্রধান উপদেষ্টা ও রিয়াদ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেন, প্রবাসে মৃত্যুবরণ করা সকল প্রবাসীর মৃতদেহ ৭ কার্য দিবসের মধ্য দেশে আনার জন্য জোর দাবি করেন।
অনুষ্ঠান শেষে দোয়া মোবাজাত ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।