সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে এফবিজেওর আলোচনা সভা অনুষ্ঠিত
সোহেল রানা হাওলাদার চীফ রিপোর্টার।
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি সেমিনার হলে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এফবিজেওর চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে ও অর্থ সচিব আব্দুল বাতেন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, এফবিজেওর মহাসচিব মোঃ শামছুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জয়নুল আবেদীন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)’র মহাসচিব মোঃ নূর হাকিম, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জামাল উদ্দিন জামাল, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন রানা, এফবিজেও’র ভাইস-চেয়ারম্যান লুৎফুন নাহার রিক্তা, এফবিজেওর যুগ্ম মহাসিচব সৈয়দ ওমর ফারুক, এফবিজেও’র মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন, এফবিজেওর প্রশিক্ষণ বিষয়ক সচিব মোফাজ্জল হোসেন, ঢাকা বিভাগ এফবিজেওর সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, চট্টগ্রাম জেলা এফবিজেওর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, এফবিজেওর সাংগঠনিক সচিব এ জেটএম মাইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্কাস আলী, মতিঝিল প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন রহমান, সাপ্তাহিক ঝুমুরের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাসুদ আলম, কার্যকরী সদস্য আব্দুল কাদের, কাফরুল থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাউদ্দিন। আলোচনা সভায় পবিত্র কোরআন তেলোয়াত করেন এফবিজেও’র প্রচার ও প্রকাশনা সচিব মোঃ শাফিউর রহমান কাজী। একুশের কবিতা পাঠ করেন আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মোঃ ফারুকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা সৈনিক ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে হবে এবং এ বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তি করতে হবে।