মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

মেহেরপুরের আদম বেপারী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৬৫ বার পঠিত

মেহেরপুরের আদম বেপারী আটক

গাংনীর উপজেলার সাবেনগর গ্রামের আমিরুল ইসলামকে (৪২) আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে গাংনী উপজেলার সাহারবাটি চারচারা থেকে র‌্যাব-১২ সিপিসি ৩ গাংনী ক্যাম্পের এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আমিরুল ইসলাম সাহেবনগর গ্রামের রঞ্জিত মন্ডলের ছেলে।
অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর (গাংনী ক্যাম্প) কোম্পানী কমান্ডার এএসপি মনিরুজ্জামান।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকষ দল সাহারবাটিতে অভিযান চালায়। এসময় আমিরুলকে আটক করতে সক্ষম হয়।
আমিরুল ইসলামের নামে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে গাংনী থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে আটক করে গাংনী থানায় সোপর্দ করেছে র‌্যাব। আটক আমিরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় গাংনী থানা।
প্রসঙ্গত, সম্প্রতি কাজিপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে বিদেশে লোক পাঠায় আমিরুল ইসলাম। বিদেশ যাওয়া লোকজন কাজ না পেয়ে আটক অবস্থা কাটাতে থাকে। এর জের ধরে গেল ২৮ ফেব্রুয়ারী ভুক্তভোগীদের পক্ষ থেকে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ৪নং আসাসি এই আমিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..