মেলান্দহ হানাদার মুক্ত দিবস পালিত ও আলোচনা সভা
বাকিরুল ইসলাম (জামালপুর) প্রতিনিধিঃ
ডিসেম্বর মাস বাঙালি জাতির গৌরবের মাস। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর জামালপুরে মেলান্দহে মাটি পাকহানাদার মুক্ত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মো: কিশমত পাশা ও উপজেলা মুক্তিযোদ্ধারা জানান, যখন এই মাসের আগমন ঘটে তখনই মনটা ফিরে যায় অতীতের সেই ১৯৭১ সালের ৭ মার্চে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। বিশাল জনসমুদ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কণ্ঠে ঘোষিত হয় বাঙালি জাতির বঞ্চনার ২৩ বছরের ইতিহাস। ‘এবাবের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।
উপজেলা প্রশাসনে আয়োজনে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সঞ্চালনায় ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুল ইসলাম, উপজেলা নির্বাহী মো: সেলিম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জেসমিন আক্তার,জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার উপজেলা আওয়ামী লীগ’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মেলান্দহ হানাদার মুক্ত দিবসে প্রথম বিজয়ে পতাকা উত্তোলকারী,উপজেলা মেডিকেল অফিসার ড. মো: সাব্বির আহমেদ, মেলান্দহ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: দোলোয়ার হোসেন, হানাদার মুক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসন,আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।