রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

মেলান্দহ সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ও আহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৭২ বার পঠিত

মেলান্দহ সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ও আহত ১

জামালপুর জেলা প্রতিনিধিঃ

মো: বাকিরুল ইসলাম,জামালপুরে মেলান্দহ সড়ক দুর্ঘটনায় মো: কাউসার (২৫) ও বিজয় পাশা(২৪) মৃত্যু হয়। আহত জাহিদ (২৩)

২৫ অক্টোবর সোমবার দুপুরে জামালপুর টু দেওয়ানগঞ্জ রোড়ে ড্রেফলা ব্রিজে পাশে সড়কের জিরো পয়েন্টে মটর সাইকেলের ও পিকআপ ভ‍্যান কাউসার, বিজয়, জাহিদ দাক্কায় গুরুত্বপূর্ণ ভাবে আহত হয়।

মেলান্দহ পৌরসভা কাজির পাড়া মাসুদের ছেলে মো: কাউসার, মেলান্দহ বাজার বনিক সমিতি সভাপতি মো: বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশার ছেলে মো: বিজয় পাশা, মেলান্দহ সাবেক বনিক সমিতির মাসুছুর রহমান হিটলারের ছেলে জাহিদ।

স্থানীয়রা আহতদের জামালপুর হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে জামালপুর কর্মকর্তা ডাক্তার কাউসারকে মৃত ঘোষণা করেন। জামালপুরে হাসপাতালে থেকে বিজয়, জাহিদকে রেফার্ট করে উন্নত মানের চিকিৎসা জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দেন। পরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ২৬ অক্টোবর রাত ৯.০০ ঘটিকা সময় চিকিৎসা অবস্থায় বিজয় পাশা ইন্তেকাল ফরমাইছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্নাইলাইহী রাজিউন। জাহিদ ঢাকা হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে।

উক্ত জানাজা নামাজ মেলান্দহ উমির উদ্দিন পাইলট বিদ‍্যালয় মাঠে বাদ যোহর অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে অংশ গ্রহণ করেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফারুক আহম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা মেয়র মো: শফিক জাহেদী রবিন। আরো উপস্থিত ছিলেন, জামালপুর জেলা নেতা কর্মিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..