মেলান্দহ স্পোটিং ক্লাবের উদ্যােগে ফাইনাল ফুটবল খেলা আয়োজন
মো: বাকিরুল ইসলাম (জামালপুর জেলা প্রতিনিধি) জামালপুরে মেলান্দহ পৌরসভা দীঘল বাড়ী সুপার স্পোটিং ক্লাবের উদ্যোগে ও মরহুম আলহাজ্ব বাদশা স্মৃতিচারণ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
(৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল চার ঘটিকা সময় দীঘল বাড়ী ইন্ডিয়া মাঠ পাঙ্গনে ফাইনাল ফুটবল খেলা উপস্থিত হয়। উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন শক্তিশালী বিজয় সুপার ক্লাব বনাম মিথিলা একাদশ।
ফাইনাল ফুটবল খেলাটি বিভিন্ন এলাকার লোকজন এসে আলন্দ সাথে উপভোগ করেন। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মো: শাহীন বাঘা। সভাপতিত্ব করেন আব্দুস সামাদ শেখ, সাবেক কাউন্সিলর ২নং ওয়ার্ড মেলান্দহ পৌরসভার।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মো: ছামিউল (বি,এস, সি,) বাংলাদেশের কৃষক লীগের সাধারণ সম্পাদক মেলান্দহ উপজেলা শাখা। উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: খালেদ আল রহমান আপন মেলান্দহ উপজেলা শাখা,মেলান্দহ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মো: মমিনুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ,ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
ফুটবল খেলাটি সুন্দর ভাবে পরিচালক করেন জামালপুরে সুনাম ব্যাক্তি মো:ইব্রাহীম হোসেন। মিথিলা একাদশ ১ গোল দিয়ে বিজয় সুপার ক্লাব হারিয়ে দেয়। ফুটবল খেলার প্রধান অথিতি ও বিশেষ ১ টি ৮ সেফটি ফ্রিজ মিথিলা একাদশকে প্রথম পুরস্কার তুলে দিলেন ট্রিমের অধিনায়ক রুবেল কে। বিজয় সুপার ক্লাবের ট্রিমের অধিনায়ক মো: আজিজকে ২৪ ইঞ্চি এল এ ডি পুরস্কার তুলে দিলেন।