শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

মেলান্দহ সর্গে বিল থেকে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩৬ বার পঠিত

মেলান্দহ সর্গে বিল থেকে যুবকের লাশ উদ্ধার

 

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে মেলান্দহ উপজেলার দুরমোট ইউনিয়নে রোকনাই সর্গে একটি বিল থেকে মো: ফরহাদ (৪০) নামের এক যুবক লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার ( ৯ আগষ্ট) সন্ধ‍্যায় ৬ টার দিকে সর্গে বিল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ খুদিয়াকান্দা গ্রামে মৃত আফছার গ্রাম সরকার এর ছেলে। সেই সর্গে বিলটি হিরা ও রিপন এর নামে লিজ রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিব গত রাতে ফরহাদ ঘর থেকে সর্গে বিলের ঘরে জুয়া খেলতে যায়। দীর্ঘক্ষণ পর ফরহাদ ঘরে না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী বিলে লাশ ভাসতে দেখে, পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

 

এদিকে নিহত ফরহাদের স্ত্রী রাশেদা অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ তার স্বামী ফরহাদকে হত্যা করে লাশ বিলে ফেলে দিয়েছে।

 

দুরমোট ইউনিয়ন শিবাব উদ্দিন বলেন, ফরহাদের নাকের ভিতরে থেকে রক্ত বের হতে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, ফরহাতকে হত্যা করে লাশ বিলে ফেলে দেয় দুর্বৃত্তরা।

 

এ বিষয়ে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: দোলোয়ার হোসেন বলেন, নিহত ফরহাদ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। এতে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবুও অভিযোগ থাকায় ফরহাদের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত বলা যাবে ফরহাদের হত্যা করা হয়েছে, নাকি সর্গে বিলে হৃদরোগে পড়ে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..