মেলান্দহ সরকারি হাসপাতালে শিক্ষা সনদ ছাড়া দিচ্ছেন ইনজেকশন
বাকিরুল ইসলাম, (জামালপুর প্রতিনিধি) জামালপুরে মেলান্দহ উপজেলা ২৫০ শয্যা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসা এক রোগীকে ইনজেকশন পুশ করেন হাসপাতালে শিক্ষা সনদ ছাড়া শান্ত (১৬) নামে এক ছেলে।
সরেজমিনে দেখা যায়, মেলান্দহ সরকারি হাসপাতালে জরুরি বিভাগে এক নারী রোগী সেবা নিতে আসেন। তখন তাকে ইনজেকশন পুশ করেন শান্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক মেলান্দহ হাসপাতালে শান্ত যখন চিকিৎসক। মুহূর্তেই শুরু হয় সমালোচনা ঝড়। এ সময় হাসপাতালে কর্মরতদের দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন সবাই।
মেলান্দহ উপজেলা কাজাইকাটা গ্রামে আনিছ বলেন, মেলান্দহ ৩ লাখ ২০ হাজার মানুষের চিকিৎসার সেবার ভরসাস্থল ২৫০ শয্যা সরকারি মেলান্দহ হাসপাতাল। এই হাসপাতালে জনবল-সংকটের অজুহাতে প্রতিনিয়ত বাহিরগত লোকের মাধ্যমে চিকিৎসাসেবা চালাচ্ছে কর্তৃপক্ষ। ফলে চিকিৎসাসেবা নিতে আশা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়ছে। আজ শান্ত ইনজেকশন পুশ করছে, কাল হয়তো অন্য কেউ অপারেশন করবে, আমরা স্বাস্থ্যসেবায় কতটা অবহেলিত, তা প্রমাণিত।
জরুরি বিভাগে ডাক্তার বলেন, গাজী রফিকুল ইসলামের স্যারের অনুমতি আছে শান্তর ইনজেকশন দেয়া, আপনি স্যারের সাথে কথা বলতে পারেন।
এ বিষয়ে অভিযুক্ত শান্ত সঙ্গে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গাজী রফিকুল ইসলাম বলেন, আগে থেকেই শান্ত কাজ শিখতেছে, আমাদের হাসপাতালের স্টাফ বিল্লালের আত্মীয় হয়। বিল্লাল ডেকে বলেন,শান্তকে আজ থেকে ইনজেকশন দিতে না করবেন, আপনারা জরুরী বিভাগে কাজ করবেন।