মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের নতুন বই বিতরণ
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় জামালপুরে মেলান্দহে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে।
“প্রকৃত মানুষ গড়া-ই আমাদের মূল লক্ষ্য” এ স্লোগানকে সামনে রেখে রোববার (১জানুয়ারী ২০২৩) দুপুরে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম মিঞা,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পৌরসভা মেয়র মো: শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, উপজেলা শিক্ষা অফিসার মো: মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আশরাফুল আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা: ছাহেরা খাতুন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, বিদ্যালয়ে সভাপতি প্রভাষক মো: রফিকুল ইসলাম,
উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম মিঞা বলেন- বছরের প্রথম দিন তোমাদের হাতে বিনামূল্যে সরকারি বই তুলে দেয়া হলো। আজকে তোমরা যারা নতুন বই নিচ্ছো, তোমরাই আমাদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়ন করবে।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান বলেন, আমাদের শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে হবে। আমাদের ছেলে-মেয়েদের মানুষ করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।
এসময় শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে বিনা মূল্যে নতুন বছরের নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।
নতুন বছরের নতুন বই পেয়ে মহা খুশি হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।