মেলান্দহ নতুন ওসি যোগদান
মো: বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি : জামালপুরে মেলান্দহ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন দোলোয়ার হোসেন।
শুক্রবার (৫ আগষ্ট ) রাতে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এসময় মেলান্দহ থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন, সেকেন্ড অফিসার এসআই সুমন সরকার শুভ্র ও এসআই, এ এসআই, কনস্টেবল ও কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জানায়।
এর আগে পুলিশ পরিদর্শক তদন্ত দায়িত্ব জামালপুর থানায় কর্মরত হিসাবে ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার শহরে।
নবাগত ওসি দোলোয়ার হোসেন বলেন, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিব। যেন দেশ ও মানুষের কল্যাণ হয়। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।