মেলান্দহ জেলহত্যা দিবস পালিত
জামালপুর জেলা প্রতিনিধি,
মো: বাকিরুল ইসলাম,
জামালপুরে মেলান্দহ উপজেলা জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠনের পালন করা হচ্ছে জেল হত্যা দিবস।
(৩ নভেম্বর ) আজ সকালে মেলান্দহ আওয়ামী লীগ পাটি অফিস কার্যালয় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন করা হয়। মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান এর নেতৃত্বে দলের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।
এসময় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ। মেলান্দহ পৌরসভার মেয়র মো: শফিক জাহেদী (রবিন)। জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মো: আবু তাহের ঠিকাদার,
মেলান্দহ পৌরসভার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হেলাল , মেলান্দহ পৌরসভার আওয়ামী লীগের সভাপতি মো: আসাদুজ্জামান ফারাজী, মেলান্দহ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মনোহর আলী , সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান মাশুক সহ দলীয় নেতৃবৃন্দ।