মেলান্দহ জাতীয় সমবায় দিবস পালিত ও আলোচনা সভা
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহ ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ইং পালিত হয়েছে।
শনিবার ৫ নভেম্বর সকাল ১০ টায় মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভা।
দিবসটিতে উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম মিঞা সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মো: কামরুনজ্জামান উপজেলা চেয়ারম্যান পরিষদ মেলান্দহ, ছামিউল ইসলাম’র সঞ্চালনায়,
বক্তব্য রাখেন- উপজেলা সমবায় কর্মকর্তা মো: হাবিবুল্লাহ,
এছাড়াও উপস্থিত ছিলেন-মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার , উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: ইউনুস আলী, মো: মনিরজ্জামান জুয়েল, চেয়ারম্যান মেলান্দহ ইউ সি সি এ লি:, জামালপুর ও পরিচালক বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন, এ সময় উপজেলার বিভিন্ন স্তরের সমবায়ীরা উপস্থিত ছিলেন।