মেলান্দহ ঘোষেরপাড়া মহিলা মেম্বার পদে মুক্তা বেগম, নির্বাচিত
জামালপুর জেলা প্রতিনিধি: মো: বাকিরুল ইসলাম, জামালপুরে মেলান্দহ উপজেলার ৯নং ঘোষেরপাড়া ইউনিয়নের নির্বাচনে মহিলা সদস্য সংরক্ষিত আসন ১,২,৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদে মোছা: মুক্তা বেগম (বই মার্কা) নিয়ে প্রথম মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার(২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মোছা: মুক্তা বেগম ১,২,৩ নং ওয়ার্ডে (বই মার্কা) ২৪৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা: মিনা বেগম (কলম মার্কা) ১৫৮০ ভোট মোছা: কনিকা বেগম (হেলিকপ্টার মার্কা) ৯৪৬ ভোট মোছা: ছাহেরা বেগম (তাল গাছ মার্কা) ১০৮ ভোট মোছা: সজী বেগম (মাইক মার্কা) ২৯৫ ভোট মোছা: সুফিয়া বেগম (সূর্যমূখী ফুল মার্কা) ৩৭৯ ভোট পেয়েছেন।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
(২৯ নভেম্বর) মেলান্দহ উপজেলা নির্বাচন অফিসার মো: আনোয়ার মাহমুদ স্বাক্ষরে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মেলান্দহ নির্বাচন অফিস কার্যালয় ।