মেলান্দহ এক যুবতীর মরদেহ উদ্ধার
মো: বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা ২ কুলিয়া ইউনিয়নের ড্রেফলা ব্রিজ সংলগ্ন ইটের ভাটা থেকে মোছা: মৌসুমি আক্তার নার্গিছ (২০) নামে এক যুবতী মরদেহ উদ্ধার করেছেন মেলান্দহ থানা-পুলিশ।
(৩ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের ড্রেফলা এলাকায় একটি ইটভাটার পাশে থেকে ওই যুবতীর মরদেহ ড্রেফলা লোকজনের চোখে পড়ে। স্থানীয়রা মেলান্দহ থানায় ফোন করে। ঘটনাস্থলে পুলিশ এসে নিহত মৌসুমী আক্তার কে উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ।
মেলান্দহ থানার (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, ড্রেফলা এলাকার লোকজন থানায় ফোন দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে যাই। পরিচয় শনাক্ত করার জন্য জামালপুর পিবিআই কে খবর দেয়। পরে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এনআইডি সার্ভারের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। মনে হচ্ছে কেউ তাকে হত্যা করেছে। আঘাতের চিহ্ন পাওয়া গেছে মাথায় এবং চোখে । নিহত পাশ থাকে রিক্সার লোহার এক্সেল পুলিশ উদ্ধার করে।
যানা যায়, নিহত মৌসুমী আক্তার নার্গিছ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা উত্তর বত্রিশ হাজরি গ্রামে মো: জাকির হোসেন মেয়ে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: ময়নুল ইসলাম জানান , নিহত মৌসুমী আক্তার কে জামালপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।