মেলান্দহ ইএনও হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
মোঃ বাকিরুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুরে মেলান্দহ প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন।২৫ ফেব্রুয়ারি শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মেয়ে পক্ষ থেকে মুচলেকা নিয়ে এই বিয়ে ভেঙ্গে দেন।এসময় স্থানীয় গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
জানা গেছে,(২৫ ফেব্রুয়ারি) শুক্রবারে জামালপুর বৈলটিয়া গ্রামের মজিবর রহমান ছেলে মোহাম্মদ আলী পলাশ এর সাথে মেলান্দহ বাসুদেবপুর এলাকার নাবালিকা এক মেয়ে সঙ্গে বিয়ের আয়োজন করা হয়।কিন্তু অভিযোগ ওঠে মেয়েটি প্রাপ্ত বয়স্ক নয়।এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৩ উপধারায় দুই হাজার টাকা জরিমানা করেন।
পরে ওইদিন মেয়ের বাড়িতে বিয়ের আয়োজনে কনে পক্ষকে ডেকে বাল্যবিয়ে না দেয়ার জন্যে ১০ ধারায় মুচলেকা নেন তিনি।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন ,প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এই বিয়ে দেয়া হবে না বলে তারা মুচলেকা দিয়েছে এবং পরে বিয়ে বন্ধ করে দেয়া হয়।