মেলান্দহে ২০২২ সালের বই বিতরণ
মো: বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ নতুন বছরের প্রথম দিনই আল আকসা ইসলামিক একাডেমি দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত ও উচ্ছসিত।
(১ জানুয়ারি) শনিবার সকাল ১১.০০টায় সারা দেশের ন্যায় জামালপুরে মেলান্দহ উপজেলা আল আকসা ইসলামিক একাডেমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত মাধ্যামে দিয়ে শুরু হয়, সভাপতি করেন, সহকারী শিক্ষক ক্বারী মুজিবর রহমান অব:প্রাপ্ত। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো: মাহমুদুল হাসান মাসুক ইসলামপুর সরকারি কলেজের প্রভাষক ও সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেলান্দহ উপজেলা শাখা। আরো উপস্থিত ছিলেন, মেলান্দহ আল আকসা ইসলামিক একাডেমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা আবু সাঈদ, সম্মানিত সাংবাদিক আব্দুল হাই।
আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই হাতে তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোবাইর আহম্মেদ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাসহ পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
আল আকসা ইসলামিক একাডেমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে বইয়ের মলাট উল্টে -পাল্টে দেখে ও নতুন বইয়ের গন্ধ শুখে। তারা বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দ প্রকাশ করে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।