মেলান্দহে সাহেক মেম্বার বাবুল খলিফা ইয়াবাসহ আটক
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি: জামালপুরে মেলান্দহে ৪৬ পিস ইয়াবাসহ সাবেক মেম্বার বাবুল খলিফা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ। গত রবিবার রাত সোয়া ১০টায় গোপন সংবাদ ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেনর নির্দেশ-ক্রমে এস আই জাহিদুল ইসলাম, এ এস আই আলি হোসেন ও এ এস আই আজগর আলী সঙ্গীর ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেঘারবাড়ী এলাকায় সেলিমের বাড়ি আঙ্গিনা থেকে ৪৬ ইয়াবাসহ অভিযান চালিয়ে বাবুল খলিফাকে আটক করা হয়।
আটককৃত বাবুল খলিফা ১১ শ্যামপুথ ইউনিয়নের মৃত: জনি খলিফা ছেলে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দোলোয়ার হোসেন বলেন, বাবুল খলিফা বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মঙ্গল সকালে আদালতে পাঠানো হয়েছে।