মেলান্দহে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রি শ্রমিক মৃত্যু -১
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত শামীম মিয়া (৩০) মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোঁচা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো: বদিউজ্জামানের পুত্র। পেশায় একজন রাজমিস্ত্রি শ্রমিক ছিলেন।
(৫ আগষ্ট ) শুক্রবার সকালে জামালপুর-মাদারগঞ্জ মহা সড়কের কোনা মালঞ্চ মুদিবাড়ী মোড়ে ঐ দুর্ঘটনা ঘটে।
নিহত পিতা বদিউজ্জামান বলেন, সকাল ১০টার সময় আমার ছেলে শামীম সাইকেল করে মহিরামকুল কাজে উদ্দেশ্য যাচ্ছিল প্রতিদিনের মত। জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই শামীম এর মৃত্যু হয়। পরে স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ছিল। নিহত পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।