সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩ বার পঠিত

মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে৷
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১মিনিটে মেলান্দহ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান এর সাথে সমন্বয় করে উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অন্যান্য কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা জুঁথি,মেলান্দহ পৌরসভা মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী মোহাম্মদ রফিকুল হক, উপজেলা মেডিকেল অফিসার ডা. সাব্বির আহমেদ,মেলান্দহ থানা অফিসার ইনচার্জ দোলোয়ার হোসেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডা. ইউনুস আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা প্রাণী কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহমুদুর রহমান, উপজেলা সমবয় কর্মকর্তা মো: হাবিবুল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আশরাফুল আলম, ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা বলেন, স্বাধীন লাল সবুজের বাংলার সূচনা হয়েছে ভাষা আন্দোলনের মাধ্যমে। পরবর্তিতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান নেতৃত্বে সকল লড়াই-সংগ্রামের মাধ্যমে ৭১সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুক্ত হয় বাঙ্গালী জাতি। তাই শুধু দিবসে নয় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আগামীর পথচলায় ভাষা শহীদের অবদানকে পাথেয় হিসেবে নিয়ে পথচলার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..