সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

মেলান্দহে মানব সেবার দৃষ্টান্ত উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ বার পঠিত

মেলান্দহে মানব সেবার দৃষ্টান্ত উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য এটা শুধু প্রবাদ বাক্যই নয়, এর বাস্তব দৃষ্টান্ত হলেন জামালপুরের মেলান্দহে উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা। তিনি এ উপজেলায় যোগদান করার পর থেকেই মানব সেবায় বিভিন্নভাবে অবদান রেখেই চলেছেন। কর্মজীবনে শত ব্যস্থতা থাকার পরও সরকারের এই কর্মকর্তা সমাজের ভাল কাজগুলো করতেও ভুলে যাননি।

উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা যেখানে অনিয়ম-অসঙ্গতি, সেখানে তিনি দ্রুত ছুটে যাচ্ছেন। সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মুঠোফোনের মাধ্যমে গোটা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সরকারি বিভিন্ন দিক-নির্দেশনা ও বিজ্ঞপ্তি ফেসবুকের মাধ্যমে তাৎক্ষণিক লোকজনকে জানিয়ে দিচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার এসব ইতিবাচক কর্মকান্ড উপজেলার সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অক্লান্ত পরিশ্রমে বাড়ছে উপজেলার সাধারণ মানুষের মাঝে সচেতনতা।আবার কখনও ছুটে যাচ্ছেন বিভিন্ন হাট-বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করতে। উপজেলা নির্বাহী অফিসার এ নিরন্তন ছুটে চলা শুধু মানুষকে সেবা দেয়া।

এছাড়াও অবৈধভাবে বালি উত্তোলন, পাহাড় নিধনসহ পরিবেশ বিধ্বসী কর্মকাণ্ড এবং মাদক, বাল্য বিয়ে প্রতিরোধসহ রাষ্ট্রীয় ও সামাজিক অপরাধ নির্মূলে প্রতিনিয়িত কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা।

মেলান্দহ উপজেলা জণসাধারণ জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা স্যার যোগদানের পর থেকেই রাত-দিন উপজেলার জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। এমন নিষ্ঠাবান-কর্মঠ ও মানবিক গুণাবলী সম্পন্ন ইউএনও মেলান্দহ উপজেলায় অতীতে দেখেনি।

উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা গত কয়েকদিন আগে কম্বল বিতরণ করছেন উপজেলার বিভিন্ন গ্রামের ছিন্নমূল গরীব ও অসহায় শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মাঝে কম্বল পৌঁছে দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসারের মানব সেবার কাজ যেন আরো বৃদ্ধি পায় এবং সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন এমন দোয়া করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..