বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা’র “পুত্র ও পুত্রবধু” প্রতি পক্ষের হাতুড়ি’র আঘাতে আহত।। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১২ বার পঠিত

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা’র “পুত্র ও পুত্রবধু” প্রতি পক্ষের হাতুড়ি’র আঘাতে আহত।।

 

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ০১নং দুরমুঠ ইউনিয়নের সিন্দুরাফসল গ্রামের বীর মুক্তিযোদ্ধা’র দুলাল উদ্দিন তালুকদার’র পুত্র ও পুত্রবধু প্রতি পক্ষের হাতুড়ি’র আঘাতে আহত।অভিযোগ সুত্রে জানা গেছে,গত ২৯ অক্টোবর-২০২২ ইং শনিবার বিকাল ০৩ টায় প্রতি পক্ষ চরপাংশী গ্রামের( ১) মোঃ রুবেল (২৬)পিতা -বাবুল খান,(২)বাবুল খান (৫০)পিতা-নয়ন খান দ্বয়ের সাথে পূর্ব শত্রুতার জেরে বীর মুক্তিযোদ্ধা’র পুত্র জুয়েল তালুকদার (৪০) ও পুত্রবধু সাবিনা ইয়াসমিন(৪০)’কে দুরমুঠ বাজারের আমির আলী’র কাঠ ফর্নিচার দোকানের সামনে হঠাৎ অতর্কিতভাবে আক্রমণ করে এলোপাথাড়ি চর- থাপ্পর, কিল- ঘুষি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারধর করে লীলা ফুলা জখম করে।ঘটনা’র ডাক-চিৎকার শোনে স্থানীয় লোকজন উদ্ধার করে আহত দ্বয় স্বামী-স্ত্রী’কে মেলান্দহ উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।আহত দ্বয় স্বামী-স্ত্রী মেলান্দহ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।অভিযোগে আরও জানা গেছে,আহত জুয়েল তালুকদার’র কাছে থাকা ২০ হাজার টাকা ও তার স্ত্রী গলায় থাকা ০৮ আনা ওজন স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে প্রতি পক্ষ। এ বিষয়ে সুবিচার চেয়ে মুক্তিযোদ্ধা’র পুত্র জুয়েল তালুকদার বাদী হয়ে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন-আমি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..