মেলান্দহে নানা আয়োজনে বঙ্গবন্ধুর’ ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত।
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদা পালনে লক্ষ্যে সারা দেশে ন্যায় উপজেলার সকল সরকারি-বেসরকারী ভবন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসে কার্যক্রম শুরু হয়।
১৭ মার্চ শুক্রবার সকালে উপজেলাস্থ্য মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর শৈশব জীবন স্মৃতি স্মরণে উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা’র সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা জুঁথি, থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, তদন্ত কর্মকর্তা কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো: জিন্নাহ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডা: ইউনুস আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর কর্মকর্তাগণ আলোচনা রাখেন। জুম্মা নামাজের পর উপজেলা মডেল মসজিদে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ইসলামিক ফাউন্ডেশন এবং সাধারণ মুসল্লীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর শৈশব স্মৃতি স্মরণে সংক্ষিপ্ত আলোচনায় আলোচনা রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: জিন্নাহ ও ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ফিল্ড সুপার ভাইজার মাজহারুল ইসলাম প্রমূখ।
আলোচনার শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে উপজেলা মডেল মসজিদসহ উপজেলা বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়। অপর দিকে, আদ্রা ইউনিয়ন আওতাধীন থুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর শৈশব স্মৃতি স্মরণে সংক্ষিপ্ত আলোচনা রাখেন- অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আশরাফ আলী ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ প্রচার সম্পাদক আমির হামজা। আলোচনা শেষে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।