মেলান্দহে দরিদ্রদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে মেলান্দহে রেল স্টেশন এলাকায় গিয়ে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সেলিম মিঞা । মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি উপজেলা পৌরসভা রেল স্টেশন এলাকায় হতদরিদ্র ১০০ জনের মাঝে এই কম্বল বিতরণ করেন। সরকারিভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পিআইও প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মেলান্দহ রেল স্টেশন মাষ্টার মো: নাদির মাহমুদ,
সারাদিনের কাজের ক্লান্তির পর সামান্য শীতের কাপড় মুড়িয়ে প্লাটফর্মে শুয়ে থেকে কোনোমতে শীত নিবারণের চেষ্টা চলে ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষগুলোর। এ সময় কনকনে শীত উপেক্ষা করে গাড়িতে করে কম্বল নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম মিঞা শহরের বিভিন্ন স্থানে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে।
এক পর্যায়ে তিনি ঘুরে ঘুরে স্টেশন প্লাটফর্মে শুয়ে থাকা ছিন্নমূল দরিদ্র মানুষের গায়ে জড়িয়ে দিলেন কম্বল। এদিকে শীতে কাবু হওয়া ছিন্নমূল ও দরিদ্র মানুষেরা কম্বল পেয়ে খুবই খুশি। এ সময় তারা ইউএনওর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম মিঞার বলেন, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে একটা করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব বলে আমি মনে করি। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।