মেলান্দহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেলান্দহ উপজেলা ও পৌর বি,এন,পির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর সোমবার বিকেলে মেলান্দহ উপজেলা বি,এন,পির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির তালুকদার শ্যামল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি,এন,পির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মেলান্দহ-মাদারগন্জে আসনের বি,এন পির সংসদ সদস্য প্রার্থী মেলান্দহ উপজেলা বি এন পির আহ্বায়ক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বি এন পির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বি এন পির সভাপতি এডঃ মনোয়ার হোসেন হাওলাদার,বক্তব্য রাখেন পৌর বি এন পির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, আরো বক্তব্যে রাখেন – আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মেলান্দহ পৌরসভা শাখা মো: মোবারক হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মেলান্দহ উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবুল।