মেলান্দহে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ
বাকিরুল ইসলাম (জামালপুর প্রতিনিধি)
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের জাঙ্গালিয়া পাঠান বাড়ি পূর্ব বিরোধের জেরে একটি পরিবারের চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ উঠেছে।
জানাযায়, দীর্ঘদিন ধরে জাঙ্গালিয়া পাঠান বাড়ি মমতাজ গংদের সাথে নজরুল ইসলাম সাজুর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে।জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র বিভিন্ন সময় দুই পরিবারের মাঝে দ্বন্ধ চলছিল।এ নিয়ে মমতাজ গং নজরুল ইসলাম সাজুর চলাচলের রাস্তা আটকিয়ে বিভিন্ন সময় বাঁধা সৃষ্টি করে।
ভুক্তভোগী নজরুল ইসলাম সাজু বলেন,আমার পরিবারের চলাচলের রাস্তা আটকিয়ে বিভিন্ন সময় বাঁধা সৃষ্টি করে। রাস্তা আটকানোর ফলে রোজিনা ডেইরী ফার্ম বন্ধ হয়ে গেছে। এলাকার জনপ্রতিনিধি দের দারস্থ হয়েও কোন সমাধান পাওয়া যায়নি। অভিযুক্ত মমতাজ গংদের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিকদের সাথে উদ্ভট আচরণ করেন।
দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী বলেন,দুই পরিবারের মাঝে দ্বন্ধের বিষয়টি জানা আছে। তাদের দ্বন্ধের বিষয়ে সমাধানের চেষ্টা করে উভয় পক্ষকে সমঝোতায় আনতে পারেনি।
২৪ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর মোছা: রোজিনা আক্তার লেখিত অভিযোগ দেন,
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা বলেন,অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।