মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

মেট্রোরেলের ভাড়া নির্ধারণ, ডিসেম্বরেই উদ্বোধন,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ বার পঠিত

মেট্রোরেলের ভাড়া নির্ধারণ, ডিসেম্বরেই উদ্বোধন,

 

 

ভ্রাম্যমান প্রতিনিধি, এস এম আলী রাজ হোসাইন,

 

পদ্মা সেতুর পর এ বছর খুলে যাচ্ছে আরও একটি বড় মেগাপ্রকল্পের দুয়ার। আগামী ডিসেম্বরেই চলতে শুরু করবে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল। তবে ডিসেম্বরে পুরো রুট চলবে না। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল।

 

মেট্রোরেলের পুরো রুট হলো উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর। তবে সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় ডিসেম্বর থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধন শেষে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

 

এসময় মেট্রোরেলের ভাড়াও নির্ধারণ করেন তিনি। মেট্রোরেলের কিলোমিটার প্রতি ভাড়া ধরা হয়েছে ৫টাকা। সেই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ২০টাকা। আর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা।তবে মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ফ্রি ভ্রমণ করতে পারবেন মেট্রোরেলে।

 

এসময় প্রদর্শনী কেন্দ্রে স্থাপিত টিকেটিং সিস্টেম পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এছাড়া মেট্রোরেলের ইঞ্জিন বগিতে আরোহন করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ৩১কিলোমিটারের আরেকটি এমআরটি লাইনের কাজ শীঘ্রই শুরু হবে। এই মেট্রোরেলের ২১ কিলোমিটার পাতাল এবং ১০ কিলোমিটার মাটির ওপর দিয়ে যাবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

 

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর মধ্যে মোট ১৬টি স্টেশন থাকবে।

 

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সরকারের সমালোচনা করলে তার জবাব উন্নয়ন দিয়ে দেবে আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..