মুন্সীগঞ্জ পদ্মা ব্রীজ জোন টুরিস্ট পুলিশের মতবিনিময় সভা
মেহেদী সুমন
মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানায় শিমুলিয়া পর্যটক স্টেক হোল্ডারদের সাথে মুন্সীগঞ্জ পদ্মা ব্রীজ জোন
টুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় সাতটার দিকে পদ্মাসেতু উত্তর থানার শিমুলিয়া রানিগাও ঘাটের শখের হাঁড়ি রেঁস্তোরার পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পদ্মা ব্রীজ জোন টুরিস্ট পুলিশের আইসি ইন্সপেক্টর সাবের রেজা আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক মোঃ আজিজুল ইসলাম, এ এস আই মামুন হোসেন, কনস্টেবল মোজাম্মেল হক, মিজানুর রহমান, ও
পদ্মাসেতু উত্তর থানায় শিমুলিয়া পর্যটক স্টেক হোল্ডার হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মোরাদ খান, সাধারণ সম্পাদক মো:মাসুদ শিকদার সহ শিমুলিয়া ঘাটের সকল হোটেল ব্যবসায়ীগন, আরো উপস্থিত ছিলেন পদ্মাসেতু উত্তর থানায় শিমুলিয়া পর্যটক স্টেক হোল্ডার (হোটেল) শ্রমিকগন।