রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৭৭ বার পঠিত

মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে,

এসএম আলীরাজ হোসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি,

মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিনদিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজিত অনুষ্ঠানমালার আজ তৃতীয় দিন ২ মার্চ ২০২৩ বৃ্হস্পতিবার সকাল ১০.৩০ মিনিটের সময় মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৩ সকাল ১০.৩০ সময় শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস (ডিএসবি), মুন্সীগঞ্জর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান, মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসার ডাঃ মোঃ মঞ্জুরুল আলম, সহকারী কমিশনার আহম্মেদ মোফাচ্ছের, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আলী নাছিম, মোহাম্মদ শহিদুল্লাহ, মুন্সীগঞ্জ শহর যুবলীগের সভাপতি বিপুল মাকসুদ, কু-অপ্ট সদস্য হালিমা খাতুন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ গোলাম আশরাফ খান উজ্জ্বল, যুবলীগ সদস্য মোঃ সবুজ, মোঃ সোহেল, শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের কার্যকরি পরিষদের সুযোগ্য সভাপতি হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আকতার জাহান ও মোসাম্মৎ হোসনেয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে দশম মানের ছাত্রী উম্মে, এরপর জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, ছাত্রীবৃন্দ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকমন্ডলীসহ আরো অনেকে জাতীয় সংগীত পরিবেশন করে।

পুরস্কার বিতরণ শুরু করে সম্মানিত অতিথিবৃন্দ। সহকারি শিক্ষকদের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরষ্কার অর্জন করেছে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সকল ছাত্রীরা করতালী দিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগী তার সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সহকারি শিক্ষক মোঃ ছফিউল্লাহ, মোঃ আব্দুস সাত্তার, আব্দুল হান্নান, আফসানা বেগম, ইমাম হোসেন, মুফিজুর রহমান, নৃপেন্দ্র কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, গাজী আসিফ আফসার রিয়েলসহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতি সকল শিক্ষক, ছাত্রী, অভিভাবক, সাংবাদিক, অতিথিবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপ্ত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..