বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

মুন্সীগঞ্জে ৩ দিনেও সন্ধান মেলিনি চীনা প্রকৌশলীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১৫৮ বার পঠিত

 

সাকিব আহম্মেদ বাপ্পি মুন্সীগঞ্জ জেলা প্রতি‌নি‌ধিঃ
পদ্মা সেতুর কাজে নিয়োজিত চীনা প্রকৌশলীর নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলিনি।  নিখোঁজের একঘন্টা পর হতেই নৌ পুলিশ ও কোষ্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে আসছে।
পরে তাদের সাথে যোগ দেয় ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে পদ্মাসেতু প্রকল্পের নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটি থেকে নদীতে পড়ে নিখোঁজ হন চীনা প্রকৌশলী ঝাও (২৫)।
মঙ্গলবার রাত ও বুধবার দিনব্যাপী পদ্মা নদীর নিখোঁজের স্থান হতে ১০-১২ কিলোমিটার এলাকাজুড়ে  ডুবরীদল তাকে খুঁজেও তার সন্ধান পায়নি। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।
কোষ্টগার্ড আজ শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টায়  নিশ্চিত করে বলে এখনো নিখোঁজের লাশ পাওয়া যায়নি। তাদের উদ্ধার অভিযান চলছে।
মুন্সীগঞ্জের শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান  মো. আজাদ   জানান, আমরা টিম নিয়ে শরিয়তপুর জেলার নড়িয়া পর্যন্ত খোজঁ করতাছি। নদীর পারে আমরা মাইকিং করছি, কোথাও লাশ ভেসে উঠছে কিনা খোজঁ নিচ্ছি।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, পদ্মা সেতু এলাকার নদীতে ১০-১২ কিলোমিটার  খুজেঁ প্রকৌশলীকে উদ্ধার  সম্ভব হয়নি । মাইকিং চলছে,নদীর পার্শ্ববর্তী সব থানাকে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে। তিনি আরো বলেন শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজে ওই প্রকৌশলী নিয়োজিত ছিলো। সেতু সংশ্লিষ্টদের কাছ থেকে তার নিখোঁজের খবর পেয়ে নিখোঁজের ১ ঘন্টা পর হতেই  আমাদের উদ্ধার অভিযান চলছে।
এ ব্যাপারে মাওয়া কোষ্ট গার্ডের কম্পোজিট কমান্ডার বজলুর রশিদ জানান, উদ্ধার অভিযান অব্যহত আছে। আমার টিম সকাল ৬টা হতে নদীর পারের ঝোপ ঝাড়ে খুজে দেখছে। কোথায়ও লাশ ভেসে আছে কিনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..