সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ৩০ মণ জাটকা জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১২৭ বার পঠিত

মুন্সীগঞ্জে ৩০ মণ জাটকা জব্দ

সাকিব আহম্মেদ বাপ্পি :
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম কাঠপট্টি লঞ্চঘাট থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৩০ মণ (১২০০) কেজি জাটকা উদ্ধার করেছে মুক্তারপুর নৌ-পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাতে এসব জাটকা জব্দ করা হয়।

এসব জাটকা মাছের মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ লুৎফর রহমান। তিনি জানান, মাছগুলো বিভিন্ন হাটবাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।

গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে এসব জাটকা উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন প্রাঙ্গনে সকাশ দশটার দিকে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামশুল করিম, মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ লুৎফর রহমান, সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম সহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..