মুন্সীগঞ্জে সংসদীয় আসন যৌক্তিক সংখ্যক বৃদ্ধির দাবিতে মানববন্ধন
ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সংকচিত করা সংসদীয় আসনের আবার যৌক্তিক সংখ্যাবৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ প্রেসক্লাব ফটকে জেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় জেলার বিভিন্নস্থলে সুশীল সমাজ, সাংবাদিক, ছাত্র-শিক্ষক সহ বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিরা। এসময় “আসন বাড়লে বাড়বে বরাদ্দ, মুন্সীগঞ্জ হবে আরো সমৃদ্ধ সহ বিভিন্ন স্লোগান দেয় মানববন্ধনকারীর মানববন্ধনে বক্তরা বলেন, ২০০৭সাল পর্যন্ত জেলায় ৬টি উপজেলায় মোট ৪টি সংসদীয় আসন ছিলো, কিন্তু তত্ববধায়ক সরকার আমলে আসন সংখ্যা কমিয়ে ৩টি করা হয়। আর আসন সংকচিত হওয়ার কারনে বাজেটে বরাদ্দ কম তথা সংসদে জেলার নাগরিক দাবি পেশ করার প্রতিনিধিও কমে যায়। এতে নানাভাবে বঞ্চিত জেলার নাগরিকরা।
বক্তারা বলেন, আসন সংসদীয় আসন বেশি হলে বাজেট, উন্নয়ন এবং মৌলিক অধিকার বাস্তবায়ন বেশি হবে। এক উপজেলা হতে অন্য উপজেলা দৌড়াদৌড়ি কমবে। তাই দ্রুত জেলার সময়ের দাবে পূর্বের ৪টি অথবা যৌক্তিক সংখ্যক বৃদ্ধি করতে হবে। এবিষয়ে উপদেষ্টা সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে একই দাবিতে জেলা প্রশকসকরন কাছে স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান, লেখক গবেষক ড. সাইদুর ইসলাম খান, সাংবাদিক শেখ মোহাম্মদ রতন, আরাফাত রায়হান সাকিব, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইব্রাহিম খলিল, সেচ্ছাসেবক রিফাত হোসাইন, সোহাগ আহমেদ, ছাত্র প্রতিনিধি নোমান আল- মাহমুদ প্রমুখ।