সাকিব আহম্মেদ বাপ্পি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে র্যাবের অভিযানে ৬৮০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। মঙ্গলবার গভীর রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন কুমার ভোগ এলাকায় অভিযান চালায় র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মোঃ আবু ছালেহ।
অভিযানে এস এম মিজান (৩৫), পিতা- মৃত মহসিন সর্দার, মাতা- সাজেদা বেগম, গ্রাম- আলীমুদ্দিন পাড়া, থানা- আলীকদম, জেলা- বান্দরবানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৮০পিস ইয়াবা, ২টি মোবাইল সেট, মাদক বিক্রির নগদ ৫০০০ টাকা এবং একটি সচল এ্যাম্বুলেন্স।
মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ বান্দরবান জেলার হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এ্যাম্বুলেন্সে পরিবহন করে ঢাকা ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে শীর্ষ মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে গোয়েন্দা তথ্য মতে জানা যায়। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..