মুন্সীগঞ্জে মুক্তিযুদ্ধের মহানায়ক রচনা প্রতিযোগীতায় প্রথম হয়েছে সাংবাদিক কন্যা নাঈমা লাবলু অথি
সাকিব আহম্মেদ বাপ্পি ঃ মুক্তিযুদ্ধের মহানায়ক ( জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান) রচনা প্রতিযোগীতায় মুন্সীগঞ্জে প্রথমস্থান অধিকার করেছে (খ) গ্রুপের সাংবাদিক কন্যা নাঈমা লাবলু অথি । শনিবার সকালে জেলা গণগ্রন্থাগারে অথির হাতে শ্রেষ্ঠ পুরুস্কার তুলেদেন অতরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের মিয়া।
এর আগে প্রায়ত রাষ্ট্রপতি প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনশিয়াল মডেল স্কুল এন্ড কলেজে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিচারকগণ প্রতিযোগীদের রচনা পর্যলোচনা করে (খ) গ্রুপ থেকে সাংবাদিক কন্যা নাঈমা লাবলু অথি প্রথমস্থান অধিকারের ঘোষনা দেন। পরে আজ শনিবার বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়া প্রতিযোগীদের মাঝে পুরুস্কার তুলে দেয়া হয়। প্রথম স্থান অধিকার করা অথি জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এ্যাডভোকেট লাবলু মোল্লা ও নিউজ২৪ টিভি ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি এ্যাডভোকেট সেতু ইসলামের কন্যা।
এসময় জেলা সরকারি গণগ্রন্থারের
লাইব্রেরিয়ান এস, এম, জহিরুল ইসলামের সভপতিত্ব আরো বক্তব্য রাখেন সাংবাদিক এমদাদুল হক পলাশ,মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক লাবলু মোল্লা প্রমুখ।সন্চালনায় ছিলেন গোলাম আশরাফ খান উজ্জ্বল। প্রথম স্থান অধিকারী নাঈমা লাবলু অথি প্রেসিডেন্ট প্রফেসার ডাঃ ইয়াজুদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের ২০২২সালের এইস এস সি পরিক্ষার্থী। নাঈমা তার অনুভূততি প্রকাশ করে বলেন, আমার দাদও একজন মুক্তিযোদ্ধা,বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না,বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে আলোকিত এবং দেশ ও জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের প্রজন্মকে সব জানতে হবে তাহলেই আগামী প্রজন্ম দেশ ও জাতির কল্যানে নতুন প্রজন্ম নিজেদেরকে আত্নবিশ্বাসী হয়ে দেশ গঠনে সাহসী ভূমিকা রাখতে পারবে।