মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জে নারীর গলিত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫ বার পঠিত

মুন্সীগঞ্জে নারীর গলিত লাশ উদ্ধার

মোঃরহমতউল্লাহ দেওয়ান মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে অপহরণের এক মাস ১০ দিন পর হালিমা বেগম (৩৫) নামে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ ই জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের একটি বাগান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত হালিমা বেগম মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাজার ইউনিয়নের ভাষানচর দক্ষিণকান্দি গ্রামের হাবিবুর রহমান এর মেয়ে ও দেলোয়ার হোসেনের স্ত্রী।

তথ্য সুত্রে জানা যায়, নিহত হালিমা বেগম ৫ ডিসেম্বর নিখোঁজ হন। পরে ৭ ডিসেম্বর তার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরবর্তীতে ১৭ ডিসেম্বর নিখোঁজ ডায়রিটি অপহরণ মামলা হিসেবে অন্তর্ভুক্ত করে পুলিশ। মামলার পরদিন ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামায়ন নামে ফুলতলা গ্রামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। শামায়ন এখনো সে মামলায় জেলহাজতে রয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইন অনুযায়ী পরর্বতী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..