বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে নাম নিয়ে ব্যাংগ করায় মারামারি আহত ১০

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৭৫ বার পঠিত

সাকিব আহম্মেদ বাপ্পি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :  মুন্সীগঞ্জের চরাঞ্চলে নামের ব্যাংগ করায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।  এ ঘটনায় এক পক্ষের পারভেজ (২৩) শফি বকাউল (৪৮)  অলি বকাউল (২৭) মুসা বকাউল (১৫) ও অপর পক্ষের শাকিল (২০),আসিফ (১৯),ইউসুফ(১৮),জুয়েল  (১৪) সহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অলি বকাউলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, বিকালে মাঝিকান্দি গ্রামের রশিদ বকাউলের ছেলে মুসা বকাউল ও ইব্রাহীম ঢালীর ছেলে জুয়েল ঢালীর মধ্যে নামের ব্যাংগ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বেধে যায়। পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
 এঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান উভয় পক্ষের লোকজন।
এব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক বলেন,মারামারির ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..