সাকিব আহম্মেদ বাপ্পি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর স্বপ্নে আশ্রয়ন প্রকল্পের কাজ তড়িগড়ি করায় বিভিন্ন জায়গাতে তৈরিকৃত ঘরে ধসে পড়ার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মাহাবুব হোসেন।তিনি শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নের কালিরচর গ্রামের ভাষানচরের আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে এসে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন,বালু ভরাটের পরে স্থায়ী কিছুদিন রেখে দেয়ার পরে ঘর নির্মাণের কাজ শুরু করলে এমনটা হতো না। নবীন ইউএনও এসিল্যান্ডের না বুঝার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ঘর নির্মাণের মেটেরিয়ালর্স সঠিক ভাবে না দেয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি আরো বলেন যেহেতু এখন পর্যন্ত কাজ শেষ হয়নি এবং আমাদের বুঝিয়ে দেয়া হয়নি আসা করবো যেসব সমস্যার কথা উঠে আসছে সেগুলো মিটিয়ে ঘর হস্তান্তর করবে।
তিনি আরো বলেন, ইউএনওদের কাজের ত্রুটি-বিচ্যুতি করে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহীদা রসুল,অনিয়মের অভিযোগের তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় ছাড়াও পরিদর্শনে আসা প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..