মুন্সীগঞ্জে ট্রাক চাঁপায় একজন নিহত আহত ২০
সাকিব আহম্মেদ বাপ্পি : মুন্সীগঞ্জে ট্রাক চাপায় রুমা আক্তার (৩৮) নামের এক পথচারি নিহত হয়েছে। এঘটনায় কমপক্ষে ২০ জন পথচারি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরের শহরের উপকন্ঠ ৬ ষ্ঠ চীনমৈত্রিক সেতু (মুক্তারপুর ব্রিজের) ঢালে এই দূর্ঘটনা ঘটে। এসময় ট্রাক চাপায় বেশ কয়েকটি সিএনজি ও ব্যাটারিত চালিত অটোরিকশাসহ ১৫ টি যানবাহন ক্ষতিগ্রস্থ্য হয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানান,দুপুরের একটি মালবাহী ট্রাক ব্রেক ফেইল করে ব্রিজের উপর থেকে দ্রুতগতিতে ঢালু দিয়ে নিচের দিকে নেমে আসে। এসময় কয়েকটি সিএনজি ও ব্যাটারিত চালিত অটোরিকশার উপর উঠে যায় ঘাতক ট্রাকটি । এসময় পথচারি ও সিএনজি-অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে রুমা আক্তার নামের একনারী নিহত হয়েছে। এছাড়াও ২০ জন আহত হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রুমা আক্তার ঢাকার মিরপুরের হালিম মিয়ার স্ত্রী।
এব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মালবাহী ট্রাকটি ব্রেক ফেইল করে নিয়ন্ত্র হারীয়ে ব্রিজের ঢালে অবস্থান করা বিভিন্ন যানবাহনের উপর উঠিয়ে দিলে ঘটনাস্খালে এক নারী নিহত হয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।