শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জে জমি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে বসতঘরে ককটেল হামলার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ১১৪ বার পঠিত

মুন্সীগঞ্জে জমি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে বসতঘরে ককটেল হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে জমি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে বসতঘরে ককটেল হামলার অভিযোগ জিনুক বেগম নামের এক প্রবাসির স্ত্রী গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামে এঘটনা ঘটে। এসময় ককটেলের আঘাতে ঝিনুক বেগমের বসতঘরটি ব্যাপক ক্ষতিগ্রস্থ্য হয়েছে।

জানাগেছে আপন চাচাতো ভাই আইউব খান,মামুন খান ও মাছুম খানদের সাথে প্রবাসী ইয়ার খানের দীর্ঘদিন যাবত জমি সংক্রন্ত বিরোধ চলে আসছিলো সেই বিরোধকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে।

ককটেল হামলা চালিয়ে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে আহত জিনুক বেগম বলেন, জমি সংক্রন্ত বিরোধকে কেন্দ্র করে আমাকে বাড়ি থেকে তারানোর জন্য আমার বসতঘরে ককটেল হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে আইউব,মামুন,মাছুম গংরা। এসময় হামলা কারীরি আমাকে আহত করে ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা ও দুই ভরিস্বর্ণ লুটে নেয়। বর্তমানে আমি চরম আতঙ্কে রয়েছি। এই বিষ‌য়ে মোঃ সালামত খা‌নের ছে‌লে মোঃ আইউব খাই জানান, মোঃ ইয়ার এই স্ত্রীর কোন অ‌ভি‌যোগ সত‌্য না, ত‌বে তা‌দের সা‌থে এর আ‌গে পা‌রিবা‌রিক ভা‌বে একটু জা‌মেলা হই‌ছি‌লো। আ‌মরা থানায় অ‌ভি‌যোগও করা হ‌য়ে‌ছে। সেটা এখ‌নো মিট হয় নাই, ত‌বে ২‌দিন পর চেয়ারম‌্যান অ‌ফি‌সে বস‌বো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..