সাকিব আহম্মেদ বাপ্পি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুরে মরহুম আলী আকবর মেম্বার স্মৃতি ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ওয়েল ইস্টার ক্রিকেট দল বিজয়ী হয়েছে।
গত বুধবার বিকেলে পশ্চিম মুক্তারপুর দেওয়ান হাউজিং মাঠে তারা হাফ ইস্টার দলকে ৭ রানে হারিয়ে এ গৌরব অর্জন করে। এতে ওয়েল ইস্টার ক্রিকেট দল ব্যাটিং করে ১১২ রানে বিজয়ী অর্জন করে। এসময় উপস্থিত ছিলেন, দেলোয়ার মেম্বার, মজিবর হাওলাদার,ইসমাইল দেওয়ান, নুরুল হক ,মোঃ আলী দেওয়ান,তারমীন হোসাইন প্রমুখ।