মুন্সীগঞ্জে কিশোরী বোনকে ধর্ষণ ও ভাইকে হত্যার ঘটনায় ফের জেল হাজতে ধর্ষক সামী ও হাবিব
সাকিব আহম্মেদ বাপ্পি :
মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের শিকার হয়ে সন্ত্রান প্রসব॥ আসামীরা জামিনে মুক্ত হয়ে ধষিতার ভাইকে বিষ প্রয়োগে হত্যা করে। এই ঘটনায় বিজ্ঞ আদালত আসামী দুইজনের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করে। রোববার নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক মুক্তা মন্ডলের আদেশে আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কোর্ট জানায়, ধর্ষক সামী চৌধুরী (১৯) পিতা আফসার চৌধুরী ও ধর্ষক হাবিবুর রহমান (১৮) পিতা মো: হাসান মিয়া এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পৃথক মামলায়ই তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
ধর্ষিতার বাবা মহিউদ্দিন খান বাদী হয়ে টংগীবাড়ি থানায় মামলা দায়ের করেন মামলা নং ১২ (২) ২১ জি আর (৪১/২১)। মামলা দায়ের পর আসামীদ্বয় কোর্টে আত্মসমর্পন করে জামিন আবেদন করে বিজ্ঞ আদালত সে সময় জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। মামলার আয়ু ধর্ষিতার সন্তানের ডিএনএ টেষ্ট করার জন্য জুন’২১ এর ২ তারিখে আবেদন করে। (৩৫/২১ এবং ৩৬/২১) ডিএনএ টেস্টের মামলা ধার্যকরে মামলার আয়ু। ৯ (১) ধারায় চার্জ গঠন করে কোর্ট ডিএনএ টেস্টের রায় দেয়। দোষীপত্র দাখিল করে ৯ (১) ধারায় ৩০ জুলাই। কিন্তু তার পূর্বে ৩০ মে তারিখ কোর্ট থেকে জামিনে বের হয়ে যায় সামী চৌধুরী ও হাবিবুর রহমান। ৯(১) ধারায় নতুন করে একটি মামলা দায়ের করার পর নারী শিশু কোর্টে মামলাটি আসে অক্টোবর মাসের ৩ তারিখ রোববার। নারী শিশু কোর্টের সরকার পক্ষের পিপি এডভোকেট লাবলু মোল্লা জামিন আবেদনের বিরোধীতা করলে কোর্ট আসামীদ্বয়ের জামিন না মঞ্জুর করে ফের জেল হাজতে প্রেরণ করে।
উল্লেখ্য: মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুরে ধর্ষণের শিকার কিশোরীর ভাই পারভেজ কে অভিযুক্তরা ৩ দফা মারধর করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে বলে পারভেজের বাবা মহিউদ্দিন অভিযোগ করেছেন। মঙ্গলবার (১ জুন’ ২১) ভোর রাতে মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। নিহত পারভেজ (১৮) টংগীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব পাইকপাড়া এলাকার মহিউদ্দিন খান এর ছেলে।
পারভেজের বাবা মহিউদ্দিন জানান, গত ২০ দিন আগে ধর্ষণের শিকার হয়ে আমার মেয়ে (১৩) সন্তান প্রসব করে। শনিবার (২৯ মে’২১) রাতে পারভেজকে তুচ্ছ ঘটনায় ধর্ষক ছেলে সামিরের (১৮), আপন মামা বাচ্চু কোতয়াল (৫৫), হাসান (৫০) ও হাসানের স্ত্রী অজ্ঞাত (৩৫) ব্যাপক মারধর করে, অপমান করে পরে মুখে বিষ ঢেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। পরবর্তীতে মহিউদ্দিনের ছেলে পারভেজ বিষক্রিয়ায় মৃত্যু বরণ করে।
নারী শিশু ট্রাইব্যুনালের পিপি এডভোকেট লাবলু মোল্লা জানান, আসামীদ্বয় জামিনে মুক্ত হয়ে ধর্ষিতার ভাই পারভেজকে বিষ প্রয়োগে হত্যা করেছে বলে ধর্ষিতার বাবা দাবী করছে। পরবর্তীতে ডিএনএ টেস্টের পৃথক দুটি মামলা নারী শিশু ট্রাইব্যুনালে আসলে জামিনের বিপক্ষে শুনানী করলে বিজ্ঞ আদালত জামীন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
মুন্সীগঞ্জ,