মুন্সীগঞ্জে কলেজ ছাত্র ঝলক হত্যকারীদের ফাঁসি চেয়ে পাঁচ শতাধিক নারী পুরুষের মানববন্ধন ও বিক্ষোভ
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার ছয় নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন মিযার ছেলে কলেজ ছাত্র সম্রাট ঝলক হত্যারকারীদের ফাঁসির দাবিতে জেলা শহরে এলাকাবাসীর ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন। মঙ্গলবার সকাল ১১ টায় শহরের হাটলক্ষ্মীগঞ্জ লঞ্চ ঘাট থেকে দেড় কিলোমিটার এলাকায় জুড়ে বিক্ষোভ ও ফাঁসির দাবিতে শ্লোগান দিয়ে মুন্সীগঞ্জ প্রেসক্লবের সামনে এসে একত্রিত হন আন্দোলনকারীরা এবং প্রেসক্লবের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তারা। পরে আন্দোলনকারীরা বিক্ষাভ সমাবেশ করে পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশ্য রওনা হলে সামান্য খানিক যাওয়ার পর পুলিশ তাদের থামিয়ে দেয়। ১৩ মার্চ দুপুরে ঝলক হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরো বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে ঝলকের বাবা বাদী হয়ে মামলা করেন। মামলার প্রধান আসামীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। বাকী আসামীদের গ্রেফতারেরও দাবি করেন আন্দোলনকারীরা। মানববন্ধনে সম্রাট ঝলকের বাবা মোঃ লিটন মিয়া উপস্থিত থেকে বক্তব্য দিয়ে বলেন, আমার ছেলেকে গ্রামের সবাই ভালোবাসো আমার আশাছিলো আমার ছেলেকে পুলিশ অফিসার বানবো কিন্তু তাহলো না বলে কান্নায় ভেঙ্গে পড়েন ফাঁসী দাবি করেন নিহত ঝলকের বাবা মোঃ লিটন