বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে কঠোর অবস্থানে জেলা পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৯৩ বার পঠিত

 

সাকিব আহম্মেদ বাপ্পি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ : সারাদেশে সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত সাতদিনের সর্বাত্মক কঠোর লকডাউনের আজ প্রথম দিন। আর প্রথম দিনে কঠোর অবস্থানে রয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও সকল উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে মুন্সীগঞ্জ শহর ঘুরে দেখা গেছে, পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে। পণ্য বাহী ট্রাক ছাড়া তারা কোন যানবাহন চলাচল করতে দিচ্ছে না। প্রতিটি ভ্যান, রিকশা এবং পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। নিত্যপ্রয়োজনীয় ও স্বাস্থ্য সেবা ছাড়া কাউকে চলাফেরা করতে দিচ্ছে না।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব বলেন, সরকার ঘোষিত লকডাউনের আজ প্রথম দিন। সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ও বিভিন্ন উপজেলায় আমরা অবস্থান নিয়েছি। প্রতিটি যানবাহন চেক করছি। বিশেষ করে মাস্ক পরিধান অবশ্যই করতে হবে, বিনা প্রয়োজনে কেউ যেন বাড়ির বাহিরে না যেতে পারে সেদিকে লক্ষ্য করছি।

সদর থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, কঠোর লকডাউনে আমরা সকাল থেকেই সরকারের বিভিন্ন বিধিনিষেধ অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসিয়েছি। পণ্য বাহী ট্রাক ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং মাস্ক ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নোমান হোসেন বলেন , কঠোর লকডাউন বাস্তবায়নে চার প্লার্টুন সেনা, দুই প্লার্টুন বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা আমার সাথে রয়েছেন। আমরা সকল বিষয় তদারকি করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..