বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে আগস্ট মাস উপলক্ষ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি মূলক সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৪১ বার পঠিত

 

মুন্সীগঞ্জে আগস্ট মাস উপলক্ষ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি মূলক সভা
সাকিব আহম্মেদ বাপ্পি :
১৫ ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের মাসব্যাপী কর্মসূচির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে করোনার সংক্রমণ ঝুঁকি মাথায় রেখে স্বাস্থ্য বিধি মেনে মুন্সীগঞ্জ শহরের এমপি মৃণাল কান্তি দাসের অফিসের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। সভায় প্রধান অতিথির বক্তব্যে করোনা সংক্রমণের উচ্চমাত্রার বিষয়টি মাথায় রেখে এবং কর্মসূচির ভাবগাম্ভীর্য বজায় রেখে ঘোষিত কর্মসূচি পালনের আহ্বান জানান এমপি মৃণাল কান্তি দাস। পাশাপাশি স্বেচ্ছাসেবকলীগের সকল সদস্যদের সমন্বয় করে নিজস্ব কর্মসূচি পালনের উদাত্ত আহ্বান জানান। সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সজল আহাম্মেদ মিতলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল-মাহমুদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য সুমন দেওয়ান, জেলা পরিষদের সদস্য ও শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান আরিফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. গোলাম মাওলা তপন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন, সাবেক কাউন্সিলর জাকির হোসেন, শ্রমিকলীগ নেতা আবুল কাশেম, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনিরুজ্জামান শরীফ, সদর উপজেলা স্বেচ্চাসেবকলীগের সহ-সভাপতি ফরিদ শেখ, যুগ্ম সম্পাদক সুমন মিয়া, আব্দুল সামাদ জনি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর গোলদার, হাবীবুর রহমান সোহান, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক ইমরান ঢালী (ইমু) সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি, করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ সহ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..