সাকিব আহম্মেদ বাপ্পি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে অবৈধ মালামাল সহ কারেন্ট জাল জব্দের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার সোয়া আটটার দিকে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় সেড মালিক মোজাম্মেল হকের বাসা থেকে মজুদ করা অবস্থায় ১৮০০ পিস সুতার রেহেল, ৬ শত পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। এ বিষয়ে সদর থানার সাব ইন্সপেক্টর ইব্রাহিম বাদী হয়ে সদর থানায় জড়িত ৪ জনের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে মামলা দায়ের করে। মামলার আসামীরা হচ্ছে- শেড মালিক মোজাম্মেল হক, রায়হান (৩০), হানিফ (৪৫), শরীফ (৩৫)।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক জানান, অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় শক্তিশালী হোক না কেন।