শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের ৯ পদাতিক ডিভিশনের জিওসি লক ডাউন পরিস্থিতি পরিদর্শনে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৭৭ বার পঠিত

 

সাকিব আহম্মেদ বাপ্পি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ: 
লক ডাউনের ৪র্থ দিনে মুন্সীগঞ্জে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল সাড়ে ৮টায় কাচারী চত্তর এলাকায় অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি বিএনসিসি, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরাও অংশগ্রহণ করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে জেলার ম্যাজিষ্ট্রেডগণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বিভিন্ন স্পটে লক ডাউনের বিধি নিষেধ অমান্যকারীদের আইনের বিভিন্ন ধারায় শাস্তি প্রদান করেন। 
 
 বাংলাদেশ সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শনের লক্ষে সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ শহরের পৌরসভা চত্বরে অবস্থান করেন। সেখানে কর্তব্যরত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেড শিলু রায়, মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক ও সাংবাদিকদের সামনে মুন্সীগঞ্জে লক ডাউনের পরিস্থিতির গৃহীত পদক্ষেপ সম্পর্কে অলোচনা করেন। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলা ও জরুরী প্রয়োজন ছাড়া  বের না হওয়ার কথা বলেন। এ সময় 
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইনশৃক্সখলা বাহিনীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। লকডাউন বাস্তবায়নে মুন্সীগঞ্জ জেলার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষন করেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..