মুন্সীগঞ্জের সর্ববৃহত কালীপূজা উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
মেহেদী সুমন
দেশের সবচেয়ে বড় কালীপূজা অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর কালী মন্দিরে। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করনে জেলা পুলিশের আয়োজন ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম, পিপিএম। সিরাজদিখান থানা ওসি একে এম মিজানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজদিখান-টঙ্গিবাড়ি সার্কেল এএসপি মো. মোস্তাফিজুর রহমান রিফাত। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আদিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ইয়াসিনা ফেরদৌস। আরো উপস্থিত ছিলেন ওসি ডিবি আবুল কালাম, ডিআইও হেলাল উদ্দিন, শেখরনগর তদন্তকেন্দ্র ইনচার্জ মো. নাসির উদ্দিন শেখ।
এছাড়া উপস্থিত ছিলেন শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, কালীমন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি রতন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ধীরেন চন্দ্র দাসসহ অনেক।
আজ দুপুর থেকেই পোষাকে, সাদা পোশাকে পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২ শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।
এখানে ৫ শতাধিক বছরের বেশি সময় ধরে প্রতিবছর এ সময় এখানে পূজা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের কয়েক লাখ সনাতন ধর্মাবলম্বীসব বিভিন্ন মানুষের সমাগম ঘটে এ স্থানে। ৭ দিন ব্যাপী (দিন-রাত) চলে মেলা। আগামীকাল মঙ্গলবার মুলপূজা শুরু হবে। #