রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের মোল্লাকান্দির ইউপি সদস্যসহ ৪ শীর্ষ সন্ত্রাসী বিস্ফোরক ও মাদক মামলায় কারাগারে  

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৩২ বার পঠিত
মুন্সীগঞ্জের মোল্লাকান্দির ইউপি সদস্যসহ ৪ শীর্ষ সন্ত্রাসী বিস্ফোরক ও মাদক মামলায় কারাগারে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি সাকিব আহম্মেদ বাপ্পি :
মুন্সীগঞ্জের মোল্লাকান্দির শীর্ষ সন্ত্রাসীদের হেফাজত থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও বিয়ার উদ্ধারের ঘটনার মামলায় ইউপি সদস্যসহ ৪ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ আসামি জামিন চাইলে আদালতের বিচারক রোকেয়া রহমান তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। কারাগারে পাঠানো আসামিরা হলেন, মোল্লাকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আবুল ফকির, তার দুই ভাই শীর্ষ সন্ত্রাসী ইউসুফ ফকির, খলিল ফকির ও অপর সন্ত্রাসী জাহাঙ্গীর সরকার। এদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট বিকেল ৪টার দিকে মোল্লাকান্দির মহেশপুর গ্রামের সুরুজ হাওলাদারের জিম্মায় থাকা খলিল ফকিরের মজুদকৃত ৪০৮ ক্যান বিয়ার, ককটেল তৈরির ৫ কেজি গান পাউডার ও ২ কেজির ওপরে কাঁচের গুড়া উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় মোল্লাকান্দির লাল মিয়া ফকিরের ছেলে খলিল ফকির, ইউসুফ ফকির ও তাদের আরেক সহোদর ইউপি সদস্য আবুল ফকির এবং মৃত কাশেম সরকারের ছেলে জাহাঙ্গীর সরকারকে আসামি করে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করে। এরা মোল্লাকান্দিতে নানাভাবে আলোচিত। আসামিরা পলাতক ছিলো। উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলো বলে আসামিদের আইনজীবী হাবিবুর রহমান জানিয়েছেন।
তিনি জানান, এই মামলায় বুববার তাদের আগাম জামিনের শেষদিন ছিলো। তারা মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে প্রেরণের আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি অ্যাডভোকেট নাসিমা আক্তার।
 এদের মধ্যে জাহাঙ্গীর সরকার শর্টগান, নাইন এম এম এবং ইউসুফ ফকিরকে দেড়হাজার ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির সাড়ে ৬ লাখ টাকাসহ র‌্যাব গ্রেপ্তার করেছিলো। সরকারি কাজে বাঁধা, অস্ত্র ও মাদকসহ ৫ থেকে ৬ টি করে মামলা রয়েছে এদের বিরুদ্ধে। এসব আসামিদের কারাগারে প্রেরণ করায় সন্ত্রাসের জনপদ মোল্লাকান্দির মানুষ কিছুদিনের জন্য হলেও শান্তিতে দিনযাপন করতে পারবেন বলে স্থানীয়দের ধারণা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..