বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের পুলিশ সুপার এর জন্য মসজিদে দোয়া ও মিলাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২০৬ বার পঠিত

 

সাকিব আহম্মেদ বাপ্পি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

করোনায় আক্রান্ত মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন ও তার স্ত্রী’র জন্য বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুলাই) জুমার নামাযের পর সদর উপজেলার বল্লালবাড়ি এলাকায় এই দোয়া ও মিলাদের আয়োজন করেন রিচি টেলিভিশন এর চেয়ারম্যান ও স্থানীয় সমাজসেবক পারভেজ বেপারী।

মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ১৯ জুলাই স্ত্রী সহ করোনায় আক্রান্ত হন মুন্সিগঞ্জ এস পি আব্দুল মোমেন। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক রয়েছে।

এ সময় পারভেজ বেপারী বলেন, মুন্সিগঞ্জের পুলিশ সুপার ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই তাদের সুস্থতা কামনায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করেছি। মহান আল্লাহর কাছে দোয়া করেছি তিনি যেন পুলিশ সুপারকে দ্রুত সুস্থতা দান করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিমাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ তবিদ রহমান,আরও উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেস শেখ, বল্লালবাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি হাজি সানাউল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক জমিম দেওয়ান, সহ সভাপতি গিয়াস দেওয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক শামিম বেপারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিসতিয়া বেপারী, বীর মুক্তিযোদ্ধা চুন্নু বেপারী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি দুলাল শেখ, আমির দেওয়ান, মিল্লাত দেওয়ান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..